Matri O Shishu Kalyan

About Us

Matri O Shishu Kalyan Sangstha

Solely  poor  & helpless friendly  Organization “Matri O Shishu Kalyan Sangstha” is a multifaceted  full fledged non govt. institution but registered with 3 Ministry of Bangladesh Govt. including Respected  Prime Minister Office(NSDA) ,with all service for the remotest poor and all free of cost.

Dr. Syed Mohammad Wazed, A Pediatrician from Chittagong moved by the constant cries of mother lost newborn  and new mother with dead baby, amidst crowd of  chamber patients, initiated a private project called Save Mother Save Neonate in 2009 to prevent the death of newborns and new mothers. Beginning the journey through pregnancy care, it gradually inevitably linked to the community––neonatal care, infant-adolescent-maternal care. Due  to increase in  the number of care receivers, the urge to initiate social assistance came to the fore. A little further, 2 more aspects took their place –educational assistance and training for self-employment. Though Educational assistance began with books and other needs fulfilling of school students ,we actually  provided full assistance to HSC helpless poor students of main 4 government colleges of Chittagong for a long time.

In 2012, we started the operation of creating skilled manpower mainly female. Multiple hands of poor women from Boalkhali & adjacent area are already  transformed into skilled sewing workers hand. In 2015, social welfare ministry approved us. Pre-nursing training started in 2020, on receiving registration from health ministry and 15 village doctors we created. In the year 2022, the journey of computer training with the help of BKTT, Chittagong was initiated by the training course for poor female students of local government and private colleges. By the grace of Allah, 31 of our students succeeded in the BTEB (Technical Board) examination in 1 year. At the beginning of 2023, we got the approval of Hon’ble Prime Minister’s Office–NSDA, as a STP, training and assessment center, which is rare in this area. We are the only authorized institution in this extensive area in care giving training. On July 23, we got 95% success in NSDA’s first computer operation level 3 exam and 100% success in care giving exam in December, which is a remarkable event. We want to proceed to a unique height in the service of the needy by starting an emergency outdoor as well as Palliative Care and want to depart from this world by creating an exceptional Sadeqah E Zariah, may Allah accept us.

Here is a little account of some of our work in the last 6 months: For providing free treatment and medicines, purchase of medicine Rs.1978893, newborn care 551, senior charity service 1874, child treatment 6089, maternal treatment 1093, family planning service 984, ANC and PNC 1784, safe delivery Care 302,delivery at own center 3, Kishori corner 278, free medicine given 9843 people, nutrition service 4965 people, IV iron injection 167 people, ultra and medical support outside the center 202295 Tk, safe delivery assistance Tk 281190, other social assistance Tk 146470, handicraft training 80 people, computer operation level 3 training and certification under Hon’ble Prime Minister’s office 60 female , caregiver training and certification under Hon’ble Prime Minister’s office 65 female. All these activities are ongoing.

কেবলমাত্র গরীব অসহায় বান্ধব মাতৃ ও শিশু কল্যাণ সংস্থা সব সেবা বিনামূল্যের পূর্ণাঙ্গ বহুমুখী অসরকারি সমাজসেবা ও একটি নিখরচা আধুনিক প্রশিক্ষণ সংস্থা, যেটা সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর– NSDA অনুমোদিত।
চেম্বারে জমে যাওয়া রোগীদের ভীড়ের মধ্যে মা হারা নবজাতক আর নবজাতক হারা মায়ের নিয়মিত কান্নার রোলে আবেগ তাড়িত একজন মানবিক চিকিৎসক,চট্টগ্রামের শিশু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ মোহাম্মদ ওয়াজেদ ২০০৯ সালে নবজাতক আর মায়ের মৃত্যুরোধের উদ্দেশ্যে একটি ব্যক্তিগত সংস্থার সূচনা করেন সেভ মাদার সেভ নিওনেট নামে। গর্ভবতী পরিচর্যার মাধ্যমে যাত্রা শুরু এ সংস্থায় অনিবার্য কারণেই যুক্ত হয়ে যায়–নবজাতক পরিচর্যা, শিশু-কিশোর-কিশোরী-মায়েদের চিকিৎসা। সেবাগ্রহণকারির সংখ্যা বৃদ্ধি পেতে পেতে সামাজিক সহায়তা শুরুর প্রয়োজন সামনে চলে আসে। আর একটু এগুলে, সামনে আসে আরও ২টি দিক–শিক্ষা সহায়তা আর আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। শিক্ষা সহায়তা স্কুল ছাত্রদের বই আর অন্যান্য প্রয়োজন মিটানো দিয়ে শুরু হলেও আমরা দীর্ঘ এক সময় ধরে চট্টগ্রামের প্রধান ৪টি সরকারি কলেজের এইচএসসি অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের পূর্ণ সহায়তা প্রদান করি। ২০১২ সালে আমরা দক্ষ মহিলা মানবসম্পদ গড়ার কাজে হাত দিই, হস্তশিল্প প্রশিক্ষণ দিয়ে। বোয়ালখালীর অসংখ্য গরীব মহিলা হাত রূপান্তরিত হয় সেলাই কর্মীর হাতে।২০১৫ সালে সমাজকল্যাণের অনুমোদন পাই। ২০২০ সালে স্বাস্থ্যের অনুমোদন পাওয়ার পর থেকে শুরু হয় প্রিনার্সিং প্রশিক্ষণ, তৈরী হয় ১৫ জন গ্রাম ডাক্তার। ২০২২ সালে বিকেটিটি,চট্টগ্রামের সহায়তায় কম্পিউটার প্রশিক্ষণের যাত্রা হয় স্থানীয় সরকারি বেসরকারি কলেজের অসহায় গরীব ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে।আল্লাহর রহমতে ১ বছরেই আমাদের ৩১ জন ছাত্রী বিটিইবির (কারিগরি বোর্ড) এর পরীক্ষায় সাফল্য পায়।২০২৩ এর শুরুতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর–NSDA এর অনুমোদন পাই সংস্থা, ট্রেনিং ও এসেসমেন্ট সেন্টার হিসেবে, যা এ এলাকায় বিরল। কেয়ারগিভিং এ এই বিরাট এলাকায় আমরাই একমাত্র অনুমোদিত। ২৩ এর জুলাইতে আমরা NSDA এর প্রথম কম্পিউটার অপারেশন লেভেল ৩ পরীক্ষা দিয়ে ৯৫% সফলতা পাই আর ডিসেম্বরে কেয়ারগিভিং পরীক্ষায় ১০০% সফলতা পাই, যা একটা উল্লেখযোগ্য ঘটনা । আমরা সামনে একটা ইমার্জেন্সী আউটডোরের পাশাপাশি PALLIATIVE CARE চালু করে অসহায়দের সেবার ক্ষেত্রে অনন্য উচ্চতায় যেতে চাচ্ছি আর একটা ব্যতিক্রমধর্মী সদকায়ে জারিয়ার সৃষ্টি করে এ পৃথিবী থেকে বিদায় নিতে চাচ্ছি, আল্লাহ কবুল করুন।

আমাদের বিগত ৬মাসের কিছু কাজের সামান্য হিসেব দেয়া হলো-
বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়ার জন্য ,ঔষধ ক্রয় ১৯৭৮৮৯৩ টাকা , নবজাতক পরিচর্যা ৫৫১ জন, প্রবীণ হিতৈষী সেবা ১৮৭৪ জন ,শিশু চিকিৎসা ৬০৮৯ জন ,শিশুর মা চিকিৎসা ১০৯৩ জন,পরিবার পরিকল্পনা সেবা ৯৮৪ জন, এএনসি ও পিএনসি ১৭৮৪ জন,নিরাপদ প্রসব তত্ত্বাবধান ৩০২ জন,নিজের সেন্টারে ডেলিভারী ৩ জন,কিশোরী কর্ণার ২৭৮ জন ,ফ্রি ঔষধ দেয়া ৯৮৪৩ জন, পুষ্টি সেবা ৪৯৬৫ জন ,আই ভি আয়রন ইনজেকশান ১৬৭ জন, আলট্রা ও সেন্টারের বাইরে চিকিৎসা সহায়তা ২০২২৯৫ টাকা ,নিরাপদ প্রসবে সাহায্য ২৮১১৯০ টাকা,অন্যান্য সামাজিক সাহায্য ১৪৬৪৭০ টাকা, হস্তশিল্প প্রশিক্ষণ ৮০ জন,মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে কম্পিউটার অপারেশন লেভেল ৩ প্রশিক্ষণ ও ও সনদায়ন মিলে ৬০ জন,মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে কেয়ারগিভার প্রশিক্ষণ ও সনদায়ন ৬৫ জন। এই সব কার্যক্রম চলমান রয়েছে।